নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নানিয়ারচর উপজেলা সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা
নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মো. নাজির আলম, নানিয়ারচর জোন প্রতিনিধি মো. শহিদুল্লাহ, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা ও উপজেলা প্রকল্প অফিসার শুভাশীষ চাকমা এবং নানিয়ারচর, ঘিলাছড়ি ও বুড়িঘাট ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নারী শিক্ষার হার বাড়ছে। বিভিন্ন পর্যায়ে আজ নারীরা এগিয়ে যাচ্ছে। নারীদেরও তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে। তথ্য প্রাপ্তিতে নারীর অগ্রগতির মাধ্যমে দেশে অবাধ তথ্য প্রকাশ ও জবাবদীহিতা নিশ্চিত হবে।
উল্লেখ্য, তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠানটির আর্থিক সহযোগিতায় ছিলেন, ইউএসএআইডি এবং কারিগরি সহযোগিতা করেছে দ্যা কার্টার সেন্টার।