মো. ওমর ফারুকঃ
রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইসলামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য অ্যাডঃ হারুন আর রশীদ।
ইসলামপুর দক্ষিন ইউনিটের সভাপতি মোঃ ফোরকান হোসেনের সঞ্চালনায় নানিয়ারচর উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা সেক্রেটারি আঃ কাইয়ুম ও বুড়িঘাট ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুর রহমানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ হারুন আর রশীদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায় মানুষের পাশে ছিলো এবং থাকবে। বক্তব্যে তিনি অসহায় ফিলিস্তিন মানুষের দঃখ দুর্দশার কথাও তুলে ধরেন। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সকল কে আহ্বান জানান। সমতা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা অপরিহার্য। যেখানে প্রত্যেক ব্যক্তি তার অধিকার পাবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই সমাজই হবে শান্তি ও উন্নয়নের আদর্শ। আমাদের দায়িত্ব হলো পবিত্র মাহে রমজান হতে শিক্ষা নিয়ে, সত্য, ন্যায় ও সততার পথে অটল থাকা বলেও যোগ করেন তিনি।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।