নিজস্ব প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুনে” এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ (৯ই মে-১৫ মে) অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. আজম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, খাবারের আগে পুষ্টির কথা ভাবুন। মেধাবী জাতি গঠনে সকল জনগোষ্ঠির পুষ্টিকর খাবারের বিকল্প নেই। ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য গ্রহনে জনসাধারণ কে সচেতন হতে হবে। এই লক্ষমাত্রা নিয়ে সরকারের পাশাপাশি স্ব স্ব স্থান থেকে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।