নিজস্ব প্রতিনিধিঃ
বিপুল পরিমান চাদাঁ দাবি করে তা না পাওয়ায় মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ করে দিয়েছে পাহাড়ের নিষিদ্ধ অস্ত্রধারী সংগঠন ইউপিডিএফ। গত তিন দিন রাঙামাটির নানিয়ারচরে মোবাইলে নেটওয়ার্ক সেবা না পেয়ে এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা।
সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা রয়েছে একদমই মোবাইল নেটওয়ার্ক সেবার বাইরে। এতে ক্ষুব্ধ মোবাইল ফোন ব্যবহারকারীরা। অচল হয়ে পড়েছে জরুরী সেবা সহ সকল প্রকার সামাজিক যোগাযোগ।
উপজেলার ঘিলাছড়ি এলাকার এক বাসিন্দা জানান, গত কয়েকদিন মোবাইল নেটওয়ার্ক সিগনাল না থাকায় প্রথমে ধরে ভেবেছিলাম টাওয়ারে কোন সমস্যা হয়েছে। কিন্তু খোজঁ নিয়ে জানা গেছে ভিন্ন সমস্যার কথা।
পাহাড়ের অস্ত্রধারী সংগঠন ইউপিডিএফ কর্তৃক মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলেও জানায় এলাকার পাহাড়ি বাঙ্গালী বাসিন্দারা। তবে সশস্ত্র এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
নানিয়ারচর উপজেলা সদরের এক মোবাইল রিচার্জ রিটেইলার জানান, প্রায় বছর খানেক ধরে আমরা মোবাইলে ভালো ইন্টারনেট সেবা পাচ্ছিনা। রবি, গ্রামীন ফোন ও বাংলালিংক এর মত টেলিসেবা কোম্পানী গুলোও যেন অসহায় এই পাহাড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আগে গ্রামীন ফোনে ভালো নেট ছিলো। চাদাঁ না পেয়ে তারা টাওয়ারের তার কেটে দিয়েছে। গ্রামীন ফোনে এখন নেটওয়ার্ক পাওয়া যায়না। রবির অবস্থা ও নাজেহাল। থ্রিজি কিংবা ফোর জি নেটওয়ার্ক সেবাও কাজ করেনা ঠিকমত।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো.নাজির আলম জানান, নানিয়ারচর উপজেলা সদরে মোবাইল নেটওয়ার্ক সেবা চালু রয়েছে। ইউনিয়ন পর্যায়ের কোথাও মোবাইল নেটওর্য়াক সেবা বন্ধ আছে কিন সেবিষয়ে আমি অবগত নই। কোন অভিযোগ পেলে আমরা আইনিগতভাবে ব্যবস্থা গ্রহন করবো।