নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসত ঘর নির্মাণে ঢেউটিন ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে সেনাবাহিনী (নানিয়ারচর জোন)।
শুক্রবার সকালে উপজেলার ঘিলাছড়ি ও বগাছড়ি এলাকায় “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় টিন ও ছাগল বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ঘিলাছড়ি এলাকার অসহায় তীর কুমার চাকমার বসতঘরটি পুণঃনির্মাণ করার জন্য ঢেউটিন এবং বগাছড়ি এলাকায় আর্থিক সংকটে জর্জরিত রেবেকা বেগম ও নিরুপা চাকমাকে পারিবারিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা স্বরুপ ২টি ছাগল বিতরণ করা হয়।
এবিষয়ে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নানিয়ারচর জোন এই উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে।
এসময় সেনা অফিসার মনু মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।