নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে শুরু হয়েছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ।
বুধবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুরে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইরচার্জ মো. নাজির আলম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা প্রশিক্ষক মো. ওমর ফারুক, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. খোরশেদ আলম, উপজেলা হিল আনসার প্লাটুন কমান্ডার আব্দুল আজিজ ও ইউনিয়ন দলনেতা মো. কামরুল ইসলাম প্রমূখ।
জানা যায়, গত ১৯জানুয়ারী থেকে শুরু হওয়া ১০দিনব্যাপি ভিডিপির এই মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। এদিন নানিয়ারচর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আনোয়ার জাহেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্রামীন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, মাদক বিরোধী কর্মকান্ড, নির্বাচনে স্বেচ্ছায় শ্রমসহ দেশের যে কোন বিশেষ মুহুর্তে সেচ্ছায় সেবা দিয়ে থাকে গ্রাম প্রতিরক্ষা দল। আগামী ৩০জানুয়ারী শেষ হবে ১০দিনব্যাপি এই শুরু হওয়া এই প্রশিক্ষণ।