নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে কৃষি বিভাগের উদ্যোগে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি রাস্তার মাথা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাসিম হায়দার।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি জেলার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।
উপ-সহকারী কৃষি অফিসার মিনু বেগমের সঞ্চালনায় এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।