নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপু আহমেদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা’র অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বিদায়ী কর্মকর্তার দায়িত্বকালীন সময়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আন্তরিকতা, নিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসনিক ভূমিকার কথা তুলে ধরেন। একইসাথে নতুন কর্মস্থলে তিনি একইভাবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশা ব্যক্ত করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সকলে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল ও নানিয়ারচর হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিন জোবাইদুর রহমান ভাষানী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।