নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতিয়তাবাদী কৃষকদল নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ইসলামপুরে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা কৃষকদল সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন ও জেলা কৃষকদল সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন বাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নানিয়ারচর উপজেলা কৃষকদল সভাপতি বিপুল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. নুর ইসলাম, সহ-সভাপতি রণ বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক ইউনুছ, সাবেক যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রবিউল হাসান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করেছে আমেরিকা। তারা বুঝতে পেরেছে দেশে আজ গণতন্ত্র বাকরুদ্ধ। বিশ্ব নেতারাও আজ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।
বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান বলেন, এক সপ্তাহ পূর্বে নানিয়ারচরে কৃষক দলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে আমাকে ফোন করে বলা হয় আমাদের নির্ধারিত জায়গায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হবে। আমরা যেন অন্যত্র আমাদের প্রোগ্রামটি করি। আমি প্রশাসন কে সম্মান দেখিয়েছি। তাই হটাৎ করে ইসলামপুরে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে। এর অর্থ এই নয় যে আমরা দুর্বল। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করেছি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল কে ঐক্যবদ্ধ থেকে সামনে কেন্দ্রীয় ঘোষিত আন্দোলন ও কর্মসূচি গুলো বাস্তবায়ন করতে হবে। শত বাধা-বিপত্তি সত্ত্বেও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান বক্তারা।