ইদ্রিসুর রহমানঃ
নানিয়ারচরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৩জন শিক্ষার্থীকে অর্থ সহায়তা, সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্ক্রিম, এসইডিপি প্রকল্পের আওতায় এই সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়।
জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় অন্যান্যের মাঝে নানিয়ারচর সরকারি কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, নানিয়ারচর উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ১০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা, সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।