নানিয়ারচর প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচরে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের অধীনে ২০জন মৎস্য চাষির মাঝে ১৮ই মে থেকে ২০মে পর্যন্ত এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

রোববার (১৮ মে) সকালে নানিয়ারচর হার্টিকালচার মিলনায়তনে সুফলভোগীদের মাঝে ৩দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অধীর চন্দ্র দাস।
নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাঙামাটি সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহিদ, নানিয়ারচর উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।