নিজস্ব প্রতিনিধিঃ
মৎস্য অধিদপ্তরের অধীনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচরে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা হার্টিকালচার সেন্টারে আয়োজিত দিনব্যাপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস।
এসময় নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খানের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন ফাহিম, মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান যথাযথভাবে অনুশীলনের মাধ্যমে তাদের ভাগ্যের সুপরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এদিন তালিকাভুক্ত মৎস্য চাষিদের মাঝে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে বাস্তব প্রয়োগে খাগড়াছড়ির মিনি হ্যাচারি পরিদর্শন করা হয়।