নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহম্পতিবার (২৯ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন একটি প্রতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন, রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাশ।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর সরওয়ার কামাল ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক প্রমূখ।
উপজেলা মৎস্য অফিসার জানান, মাছের পোনা অবমুক্তি কর্মসূচির আওতায় ২১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের বিপরীতে রুই, কাতলা, মৃগেল, কালবাউশসহ মোট ১৩০কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক জানান, মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ সালের অর্থায়নে সুবিধাভোগীদের মাঝে এই পোনা বিতরণ করা হয়।