নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির নানিয়ারচরে কাপ পিরিচ প্রতীক নিয়ে স্বামীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী।
শুক্রবার (২৪ মে) বেলা ১২টা থেকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১৪মাইল, রামহনি পাড়া, বুড়িঘাট ১নং টিলা থেকে বাজার এলাকার ফরেষ্ট অফিস পর্যন্ত স্বামী প্রগতি চাকমার কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রচারণায় নামেন স্ত্রী করুণা চাকমা।
এসময় অর্ধ শতাধিক কর্মী সামর্থক নিয়ে তিনি বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে অংশগ্রহন নেন। এবং স্বামীর জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আমি আপনাদের কাছে আজই প্রথম এসেছি। আপনারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন। আপনাদের কাছে আমার ১টাই দাবি আগামী ২৯শে মে আপনারা কাপ পিরিচ প্রতিকে একটা করে ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করবেন।
জানতে চাইলে তিনি প্রতিবেদক কে বলেন, আজ আমরা এসেছি বুড়িঘাট এলাকায়। এখানে অনেক গন্যমান্য ব্যক্তিসহ সবার সাথে আমি কথা বলেছি। সবার কাছ থেকে আমি ব্যপক সাড়া পাচ্ছি। আমাদের জয় নিশ্চিত হবে বলে আমি মনে করি।
এদিকে উপজেলার বগাছড়ি এলাকায় কাপ পিরিচ প্রতিকের প্রচার চালিয়েছেন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের কাপ পিরিচ প্রতিকের প্রার্থী প্রগতি চাকমা।
এদিন বুড়িঘাটের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন অপর দুই প্রার্থী। দোয়াত কলম প্রতিক নিয়ে প্রচারণায় অংশ নেন রুপম দেওয়ান এবং আনারস প্রতিকে অমর জীবন চাকমা।
উল্লেখ্য, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর অপরজন হলেন মোটর সাইকেল জ্যোতিলাল চাকমা।
এদিন একই এলাকার ৩প্রার্থীর তুমুল প্রচারণায় ব্যস্ত দেখা যায় ৫ ও ৬নং ওয়ার্ডে। এবারের নির্বাচনে বাঙালী কোন প্রার্থী না থাকায় বুড়িঘাট ইউনিয়নে ভোটারদের একটা বড় অংশ চেয়ারম্যান নির্বাচনে ভুমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা।