নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে ২০২৫-২০২৬ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের দিনব্যাপী ৩য় ও ৪র্থ ধাপে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা হার্টিকালচার মিলনায়তনে এবং জেলা পরিষদ রেষ্ট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ জানান, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উচ্চমূল্যের কাজুবাদাম ও কফি চাষে উদ্ভুদ্ধ করণ, শিখন ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে করে উপজেলার প্রান্তিক কৃষকরা উচ্চ মূল্যের কাজুবাদাম ও কফি চাষ করে স্বাবলম্বী হতে পারবে।
নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. অজিজুল ইসলাম ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস সহ সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল (১০ আগষ্ট) ২০২৫-২০২৬ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের দিনব্যাপী ১ম ও ২য় ধাপে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।