নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙামাটির নানিয়ারচরে অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেলে নানিয়ারচর সদরে বাবু চুণী লাল দেওয়ান সেতু সংলগ্ন অবতরণ স্থলে শীতার্তদের মাঝে এসব কম্বল তুলে দেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।
এসময় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ফারুক মৃধা ও আওয়ামী নেতা মদূসুদন দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খোজঁ জানা যায়, প্রতিবারের ন্যায় এবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে উন্নয়ন বোর্ড। তারই ধারাবাহিকতায় এদিন উপজেলার বিভিন্ন স্থানে শীতের কম্বল বিতরণ করা হয়।