নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বুড়িঘাট ৮নং টিলা এলাকায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।
এসময় রাঙামাটি জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাসেম, নানিয়ারচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহমান ও উপজেলা যুবদল নেতা মো. বাবুর হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আলম সমাজ আমাদের কে আলোর পথ দেখান। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলমত নির্বিশেষে সকলকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছেন। আমাদের দেশের আলেমরা রাজনীতিতে এলে দেশের সমাজ ব্যবস্থা আরো সুন্দর হবে বলেও মন্তব্য করেন তিনি।