নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে নানিয়ারচরে কর্মী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ই জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর ২নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ নুরুজ্জামান।
ইসলামপুর ২নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি রুস্তম আলী খানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে নানিয়ারচর উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার উপস্থিত ছিলেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম রানার সঞ্চালনায় এসময় উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-যুগ্ম সম্পাদক মোঃ নুর জামাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, ইসলামপুর ওয়ার্ড বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ বাবুল খান, ৩নং ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মোঃ শফি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নিজাম, মোঃ আবু জাফর, সদস্য সচিব মোঃ আলীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৭বছর আমরা শান্তিপূর্ণভাবে কোন অনুষ্ঠান পরিচালনা করতে পারিনি। ছাত্রজনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফ্যাসিস্ট সরকার কে উৎখাত করতে পেরেছি। দলের ভাবমূর্তি বিনষ্ট হবে এমন কোন কাজ যে কেউ করে থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। আওয়ামিলীগ সরকারের আমলে তারা চাকরি বানিজ্য ও দেশ কে নানা অনিয়ম দূর্নীতির আখড়ায় পরিনত করেছে।
বক্তারা আরো বলেন, শেখ হাসিনা কে কাতারের সরকার রাজনৈতিক আশ্রয় পর্যন্ত দেয়নি। অথচ বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে তারা এয়ার এম্বুলেন্স পাঠিয়েছেন। এটাই আওয়ামিলীগ ও বিএনপির জনপ্রিয়তার ব্যবধান। মাটি ও মানুষের কথা ভেবে বিএনপি রাজনীতি করে৷ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন নেতাকর্মী যদি দেশকে অস্থির করতে চাই আমরা এর দাতভাঙ্গা জবাব দেব বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বলেন, বিএনপি রাতের আধারে ভোট করে না। গণমানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাজপথে কাজ করে। ৫ই আগষ্ট ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার পতনের মধ্য দিয়ে প্রমাণ করেছে আওয়ামিলীগ কতটা স্বৈরাচার ও দূর্নীতিবাজ দল। বিএনপি‘র গঠনতন্ত্র রয়েছে। আপনারা দলের ও সিনিয়রদের নির্দেশনা মেনে চলবেন। কোন প্রকার বেআইনি কাজ করবেন না। আগামী নির্বাচনে ২৯৯নং আসন বিএনপি‘র হবে ইনশাআল্লাহ।