নিজস্ব প্রতিনিধিঃ
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে মন্ডপ পরিদর্শন করেছে উপজেলা বিএনপি।
শনিবার সন্ধ্যায় নানিয়ারচর শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, জেলা বিএনপি সদস্য ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম, নুর ইসলাম (বড় মিয়া), বিএনপি নেতা সানাউল্লাহ, যুবদল নেতা মো. আলী, মো. জাফর, নিজাম উদ্দিন, মো. রিয়াজ, ছাত্রদল নেতা হাসান মল্লিক, সাইফুল ও হেলাল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি এসময় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেদিকে উপজেলা বিএনপি সজাগ রয়েছে। আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলার কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সেদিকে লক্ষ রাখছি।
উল্লেখ্য, দুর্গাষষ্ঠীর মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবেই শুরু হয় নানিয়ারচর উপজেলার সবচেয়ে বড় শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের পূজা উদযাপন। দুর্গাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী শেষে আগামীকাল বিজয়াদশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। পার্বত্যাঞ্চলে এবারে সুষ্ঠুভাবে দুগাপূজা উদযাপন নিয়ে সঙ্কা থাকলেও বেশ আনন্দ উদ্দিপনার মধ্য দিয়েই কাটছে দেবী দুর্গাার বিদায় দশমী এমনটাই মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা।