মেহেদী ইমামঃ
নানিয়ারচরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে “নৌকা বাইচে বাধোঁ বন্ধন, সৃষ্টির আনন্দে মিলুক সকলের মন” প্রতিপাদ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল (১১ সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচর উপজেলা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল মশিউর রহমান পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যেমন একটি শারীরিক সক্ষমতার পরিক্ষা, তেমনি এটি একটি উদাহরণ হিসেবে কাজ করে থাকে। সফলতার জন্য এখানে যেমন প্রয়োজন এক যোগে কাজ করা ও এক ছন্দে চলা। এর ব্যত্যয় হলে এই খেলায় সফলতা সম্ভব নয়। তেমনি আমরা সবাই ঐক্যবদ্ধ না থাকলে সমাজে কাঙ্খিত উন্নয়ন সম্ভব না।
প্রশাসনের আয়োজনে এতে ৭টি দল অংশগ্রহণ করে। ঘিলাছডি ইউনিয়ন পরিষদ দল এতে চ্যাম্পিয়ন হয়। নানিয়ারচর সদর ইউনিয়ন দল ১ম রানার্সআপ ও শহীদ জিয়া স্মৃতি সংসদ এতে ২য় রানার্সআপ হিসেবে জয়লাভ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি লে. কর্নেল মশিউর রহমান পিএসসি। এসময় অতিথিদের মাঝে সম্মাননা পুরষ্কার তুলে দেন বিবি করিমুন্নেছা। এতে চ্যাম্পিয়ন দলের মাঝে ২০হাজার টাকা, ১ম রানার্সআপ দলের মাঝে ১৫ হাজার টাকা ও ২য় রানার্সআপ দলের মাঝে ১০হাজার টাকার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, সাবেক্ষন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়াচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খিসা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দ্যা চাইল্ড হোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারওয়ার কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, নানিয়াচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, উপজেলা হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ যুবাইদুর রহমান ভাসানী, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এবং নানিয়ারচর আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. ওমর ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।