মেহেদী ইমামঃ
নানিয়ারচরে নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ ও সাবেক উপজেলা চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের ১মাস ১০দিন পর এই বিদায়ী ও বরণ সংবর্ধণা অনিুষ্ঠিত হয়।
সোমবার (৮ জুলাই) সকালে নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নবনির্বাচিত চেয়ারম্যান অমর জীবন চাকমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা চাকমা, বিদায়ী ভাইস চেয়ারম্যান নূর জামাল হাওলাদার, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সুজিত তালুকদার, অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও উপজেলা রিসোর্স ইনসট্রাক্টর সরওয়ার কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান অমর জীবন চাকমা বলেন, আমরা সবাই এক ও অভিন্ন। শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা একসাথে চলতে চাই। তিনি আরো বলেন, সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে এবং দল মত নির্বিশেষে নানিয়ারচর উপজেলার উন্নয়নে কাজ করতে সবাই আমাকে সহযোগীতা করবেন।
সভাপতির বক্তব্যে আমিমুল এহসান বলেন, নির্বাচনের পূর্বে আমরা যে লক্ষ নিয়ে কাজ শুরু করেছিলাম আমরা তাতে সফল হয়েছি। সেই একই লক্ষ নিয়ে আবারো আমরা একসাথে পথ চলতে চাই। আপনাদের কাছে আমি আশাবাদী যে আমরা এবারো সফল হবো। মনে রাখতে হবে আমাদের লক্ষ হলো নানিয়ারচরবাসীর সম্মিলিত উন্নয়ন।