মেহেদী ইমামঃ
রাঙামাটির নানিয়ারচরে ইসলামী ব্যাংকের আওতাধীন এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর বাজারস্থ জগন্নাথ মার্কেটের দ্বিতীয় তলার এজেন্ট শাখায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখার দায়িত্বরত মো. শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার।
আয়োজিত অনুষ্ঠানে মডেল মসজিদের ইমাম মো. ওবাইদুল্লাহ, থানার এসআই মো. আনিসুর রহমান, ইউপি সদস্য প্রিয়তোষ দত্তসহ বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রাহক ও বাজার ব্যবসায়ীগন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার বিভিন্ন সেবা সমূহ তুলে ধরেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। ব্যাংকিং খাতের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পাওয়ার বিষয়েও আশা ব্যক্ত করেন ব্যবসায়ীরা।
এসময় শাহিন আলম বলেন, ইসলামি ব্যাংক প্রায় চার দশক ধরে গ্রাহক সেবার মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। এটা কোন বিশেষ দল বা রাজনৈতিক দলের নয়। ইসলামি ব্যাংক জাতি, ধর্ম-বর্ণ, নির্বিশেষে এদেশের সকল মানুষের। যার ফলে দেশের সকল ধর্মের মানুষের ইসলামী ব্যাংকের সকল ধরনের সেবা গ্রহণের অধিকার আছে। শাহিন আলম এসময় উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধি করারও আশ্বাস দেন।