নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে ইমাম, শিক্ষক ও ওলামা মাশায়েখদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, আদর্শ শিক্ষক পরিষদ ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়৷
শনিবার (১৭ মে) বিকেলে নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসার একটি কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকী।
ইমাম, শিক্ষক ও ওলামা পরিষদের সমন্বয়ক ও আহ্বায়ক মাওলানা মো. শহিদূল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নানিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জুলফিকার আলীর সঞ্চালনায় নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, নানিয়ারচর মডেল মসজিদের ইমাম মাওলানা ওবাইদুল্লাহ, নানিয়ারচর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা জাহাঙ্গীর আলম, আবু সালেহ ও স্কুল শিক্ষক মো. লুৎফর রহমান (সেলিম মাষ্টার) সহ এলাকার ইমাম, ওলামা মাশায়েখ ও শিক্ষক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমবিএম তোফায়েল উদ্দিন বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। যে বিজয় কে অর্জন করার জন্য আমরা ঐক্যবদ্ধ তা হলো আল্লাহর রজ্জু। আল্লাহর রশ্মি থেকে বিচ্যুতি হয়ে পড়লে মুসলমান অশান্তির মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে। তাই আসুন আমরা আল্লাহর ইবাদাত ও আল্লাহর রাসুল (সঃ) এর সুন্নাত পালন করে মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধ হই।
এদিন নানিয়ারচর উপজেলা মাজলিসুল মুফাসসিরীন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কমিটি ঘোষণা করা হয়।