নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে আবারো খাবার অনুপযোগী চাল বিতরণের অভিযোগ উঠেছে। সারাদেশের ন্যায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নানিয়ারচরে ৩০কেজি হারে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
শুক্রবার (৫ আগষ্ট) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় খাবার অনুপযোগী ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ ওঠে।
স্থানীয়রা জানান, নানিয়ারচরে ভিজিডি চাল বিতরণ কর্মসূচির আওতায় যেই চাল বিতরণ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। একেবারেই খাবারের অযোগ্য। এর আগেও খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে নিন্মমানের চাল বিতরণের অভিযোগ ওঠে। পরে তদন্ত সাপেক্ষে ওই কর্মকর্তা কে বিভাগীয় কার্যালয়ে ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তর। নিম্নমানের চাল বিতরণ করায় আবারো ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এবিষয়ে স্থানীয় কামরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যদি চাল রান্না করে ভাতই খেতে না পারে সে চাল বিতরণ করার কি দরকার। খাবারের অযোগ্য চাল বিতরণ করা ঠিক হচ্ছে না। আগামীতে এই মানের চাল বিতরণ করতে দেওয়া হবে না।
জানতে চাইলে স্থানীয় নারী সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাসিমা বেগম জানান, চাল বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কিচ্ছুক্ষণ পরেই আমি জানতে পেরেছি যে নিম্নমানের চাল বিতরণ করা হচ্ছে। খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। আমি গিয়ে দেখি বিতরণ করা চাল ফিরিয়ে নেওয়া হয়েছে।
এব্যাপারে জানতে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম কে কয়েক দফায় ফোন করলে তিনি ফোন কল রিসিভ না করায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
নিম্নমানের চাল বিতরণ বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হীরানন্দ চাকমা জানান, তিনি কদিন আগে এই উপজেলায় দায়িত্ব পেয়েছেন। বিতরণ করা চাল গুলো আগের। আগামী মাস থেকে একদম পরিষ্কার চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে অভিযোগের পরেও আগের নিম্নমানের চাল বিতরণ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে নতুন। তাই এখনও কাউকে তেমন চিনিনা। আমাকে একটু স্বাভাবিকভাবে চাকুরী করতে দেন। আমার আর বেশিদিন চাকুরির মেয়াদ নেই বলেও প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।