নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)‘র ১০দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামপুর বউ বাজার এলাকায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন (বিপিএম)।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আনোয়ার জাহেদ এর সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা প্রশিক্ষক মো. ওমর ফারুক, প্রশিক্ষিকা সুখু বড়–য়া, উপজেলা কোম্পানী কমান্ডার মো. খোরশেদ আলম, উপজেলা হিল আনসার প্লাটুন কমান্ডার আব্দুল আজিজ, ইউনিয়ন দলনেতা মো. কামরুল ইসলাম, দলনেত্রী নাসিমা বেগম, বিভিন্ন প্লাটুন কমান্ডার ও ভিডিপি সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা কমান্ড্যান্ট আনোয়ার হোসেন বলেন, আনসার ভিডিপির ১০দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে নিজেদের আত্মসামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করবেন। এছাড়াও মাদক মুক্ত সমাজ গঠন এবং দেশের যে কোন প্রয়োজনে প্রশিক্ষণার্থীরা এগিয়ে আসবেন বলেও আমি মনে করি।
এর আগে গত ১৯জানুয়ারী থেকে ১০দিনব্যাপি এই মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। সমাপনী অনুষ্ঠান শেষে ৩১জন নারী ও ৩২জন পুরুষ প্রশিক্ষণার্থীর মাঝে জেলা কমান্ড্যান্ট সনদ বিতরণ করেন।