নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইন শৃংখলা ও পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষর মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূয়েন খীসা, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা সুপম, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমোল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, থানা প্রতিনিধি এসআই মাহাবুব, নানিয়ারচর পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক তালুকদারসহ আইন শৃংখলা ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, নানিয়ারচর একটি সাম্প্রদায়িক সম্প্রতি বেস্টিত উপজেলা। দুর্গাপূজা উপলক্ষ্যে কোন অপশক্তির যেন উদয় না হয় সে দিকে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে পূজার সময় মাদক সেবন করে মন্দিরে গিয়ে কেউ যেন ঝামেলা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা শাহরিয়ার মুক্তার বলেন, নানিয়ারচরে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে উপজেলা প্রশাসন সর্বাধিক সহযোগিতা করবে। যে কনো ধরনের বিশৃঙ্খলা রোধে পূজা মণ্ডপের বাহিরেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে।