ইদ্রিসুর রহমানঃ
নানিয়ারচর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, মান সম্মত শিক্ষা এবং জনসেবা ও দূর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটি, উপজেলা কৃষি ঋণ বিতরণ কমিটি, উপজেলা আইসিটি কমিটি, উপজেলা ইনোভেশন কমিটি ও রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর জোন প্রতিনিধি মো. শহিদুল্লাহ, থানার ওসি মো. নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা ও প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।