নিজস্ব প্রতিনিধিঃ
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাহাড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
গতকাল (রোববার, ৩ আগষ্ট) বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারানুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন করায় মোঃ ছগির নামে এক ব্যক্তির নিকট থেকে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন, নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, ইউপি সদস্য মো. আব্দুল মালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।