নিজস্ব প্রতিনিধিঃ
নানিয়ারচরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে পাচারকালে ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) জোনাল স্টাফ অফিসার মেজর আসিফুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৩ আগষ্ট) রাত ৩টায় নানিয়ারচর সদর ইউনিয়নের ১৮মাইল এলাকা থেকে ১লক্ষ ৩৭হাজার ৮শত শলাকা পার্টন (PATRON) সিগারেট উদ্ধার করা করা হয়। উদ্ধার করা এসব সিগারেটের বাজার মূল্য ১৩লক্ষ টাকা।
জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচর সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আসিফুর রহমান (পিএসসি) এর নেতৃত্বে নানিয়ারচর জোনের আওতাধীন ১৮ মাইল বাজার এলাকায় একটি টহলদল পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
এসময় যৌথ বাহিনীর উপস্থিত টের পেয়ে অবৈধ সিগারেট পাচারকারীরা ট্রাকসহ সিগারেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী এসব সিগারেট জব্দ করা হয়।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল মশিউর রহমান পিএসসি জানান, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে মাদক ব্যবসায়ী এবং আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে।
বিষয়টি নিয়ে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গতকাল ভোর রাতে বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত।