নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে অসহায় হয়ে পড়া মন্টু চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ির কৈলাস পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার হাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় পন্য তুলে দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় নিঃস্ব হয়ে পড়া মন্টু চাকমার পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজানামান, নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুখ হাওলাদার, সহসভাপতি রণ বিকাশ চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ইউপি সদস্য আব্দুল মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|