নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার কে বঙ্গবন্ধু পরিষদ রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জানুয়ারী) সকালে রাঙামাটি শহরস্থ তাঁর বাসভবন দীপালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা।
এসময় বঙ্গবন্ধু পরিষদ রাঙামাটি জেলা সভাপতি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যালেঞ্চর ড. কাঞ্চন চাকমা, সাধারণ সম্পাদক অ্যাড. তোষণ চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. শিশু মনি চাকমা, সাংগঠনিক সম্পাদক ড. নিখিল চাকমা, দপ্তর সম্পাদক অ্যাড. নয়ন চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সদস্য অ্যাড. প্রোজ্জ্বল চাকমা, সদস্য তুফান চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।