নিজস্ব প্রতিনিধিঃ
কাউখালীর ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহরের বনরুপায় সর্বস্তরের জনগণ, শিক্ষার্থী ও নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক কামাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরাজ সালেকিন রাফি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাউবান, আল আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সায়েদা ইসলাম সাদিয়া, রাঙামাটি সরকারি কলেজ শিক্ষার্থী মোঃ ওয়াহিদুজ্জামান রোমান, মোঃ ইমাম হোছাইন ইমু ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মোঃ জুনায়দুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধির শেকড় উপড়ে ফেলতে হবে। এই সমাজে ধর্ষকের কোনো স্থান নেই। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা একটি নিরাপদ সমাজ চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ষণ নামক অভিশাপ থাকবে না। কঠোর শাস্তিই এর একমাত্র প্রতিকার।
মোঃ জালাল উদ্দীনের সঞ্চালনায় এসময় বক্তারা দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ও হুশিয়ারি দেন।