॥ নিজস্ব প্রতিনিধি ॥
রাঙামাটিতে নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্যের উধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং এর নেমেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বনরূপা বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুন্নবীসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।