ইকবাল হোসেনঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শহরের বনরূপায় বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সদস্য আশীষ কুমার চাকমা নব ও আবু তৈয়বের নেতৃত্বে আনন্দ মিছিল সমবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামীলীগ নেতা ঝিনুক ত্রিপুরা, মুজিবুর রহমান দীপু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, যুবলীগ নেতা মিলন তালুকদার ও জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগ সাবেক নেতা কামাল হোসেন চৌধুরী ইকবাল, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, কলেজ ছাত্রলীগ প্রতিনিধি তুষার চাকমকসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার পর সন্ধ্যায় শহরের আলিফ মার্কেট থেকে কোর্ট বিল্ডিং হয়ে বিএনপি কার্যালয় ঘুরে বনরুপা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।