নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির নানিয়ারচরে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার (৭ই জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে দেখা যায় ভোটারদের।
উপজেলার ৪টি ইউনিয়নে ১৪টি কেন্দ্রের ভোট গ্রহন শেষে সন্ধ্যায় নিজ কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান।
এতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে দীপংকর তালুকদার পেয়েছেন ১৩০৪৫ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতিকে অমর কুমার দে পেয়েছেন ৭৭ভোট এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোনালী আঁশ প্রতিকে মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৮৫ভোট।
সরেজমিন ঘুরে নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে নানিয়ারচর সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড ও বুড়িঘাট ইউনিয়নে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা গেলেও উপজেলার সাবেক্ষং, নানিয়ারচর ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে এবং ঘিলাছড়ি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে।
এসব এলাকার ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, তারা সুষ্ঠভাবেই ভোট গ্রহন করেছেন। ভোট গ্রহনে কোন বাধা-বিপত্তি ছিলনা। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম।
এদিকে নানিয়ারচর সদর ইউনিয়নের পাতাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, সাবেক্ষং ইউনিয়নের দক্ষিণ কেংগালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মরাচেঙ্গী মূখ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রত্নসিংহ কার্বারী পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও জাহানাতলী উচ্চ বিদ্যালয় এবং ঘিলাছড়ি ইউনিয়নের ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় ও হাজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের উপস্থিতি ছিল নিতান্তই কম।
অপরদিকে নানিয়ারচর সদর ইউনিয়নে নানিয়াচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িঘাট ইউনিয়নের নানিয়াচর পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়িঘাট পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে ভোটাদের জমজমাট উপস্থিতি লক্ষ করা যায়।