॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি শহরের গর্জনতলীর মুখে মূল সড়কের পাশে একটি পুরানো ঘর ভেঙ্গে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় অব্যবহৃত ঘরটি ভেঙ্গে পড়ায় গর্জনতলী এলাকার সাধারণ মানুষের চলাচল ব্যহত হচ্ছে।
এদিকে ঘরটি ভেঙ্গে পড়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসে যোগাযোগ করার পাশাপাশি সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন।
এ পরিস্থিতিতে ঘরটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন কাউন্সিলর সহ স্থানীয়রা।