রাঙামাটি প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটির দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করে যাচ্ছে নানিয়ারচর জোন (ইনভিনসিবল সেভেনটিন)। ‘‘সম্প্রীতি ও উন্নয়ন’’ প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু-কিশোর এবং বৃদ্ধ জনগণের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শুক্রবার সকালে বাকছড়ি আমি ক্যাম্পের অর্ন্তগত জাহানাতলী এলাকায় নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ সাদী (পিএসসি)র সার্বিক তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা বিতরণ করেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশিকুজ্জামান।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। স্থানীয়দের যে কোন প্রয়োজনে পাশে থাকবে নানিয়ারচর জোন।
এদিকে সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী জানায়, দুর্গম পাহাড়ের ভেতরে চিকিৎসা সেবা পাওয়াটা অনেকটা দুর্লভ। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি প্রায় শতবর্ষী এই বৃদ্ধ।