নিজস্ব প্রতিনিধিঃ
তীব্র শীতে রাঙামাটি শহরের অসহায় শীতার্তের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী, ট্যুরিজম, উদ্যোক্তা ও যুব সংগঠন হিল সার্ভিস। সংগঠনটি শহরের দুই শতাধিক অসহায়, বিধবা, এতিম, শ্রমিক, প্রতিবন্ধী, ও ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার বিকেলে ২ নং পাথরঘাটার মুহাম্মদ নোমানের বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় সার্ভিসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মাসুদ রানা রুবেলের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, হিল সার্ভিসের সভাপতি মিনারা বেগম, সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম, সহ-সভাপতি ছলিমা আক্তার মুন্নি ও রবীন্দ্রনাথ মাষ্টার, জেলার শ্রেষ্ঠ ইমাম সনদ প্রাপ্ত মাওলানা শফিউল আলম আল কাদেরী সহ হিল সার্ভিসের সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি প্রতিদিন রাতে ফুটপাতে রাত্রিযাপনকারী এবং বিভিন্ন স্থানের অসহায়, বিধবা, এতিম, শ্রমিক, প্রতিবন্ধী, অন্ধ ও ভিক্ষুকদের মাঝে আরো একশোটি কম্বল বিতরণ করবে বলে জানিয়েছে।