ইকবাল হোসেনঃ
রাঙামাটি ২৯৯নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে ২নং ওয়ার্ডের এসপি অফিস সংলগ্ন নীচের রাস্তা এলাকায় হাজারো কর্মী সমর্থকের উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্ণেল মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছালেহা আক্তার, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউছুফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, যুগ্ম-আহ্বায়ক খোরশেদুল আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল আলম, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন, পৌর কৃষকদলের সভাপতি আল মামুন, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি রাজা মিয়া, জেলা যুবদলের সদস্য মো. সেলিম, মাঝি-মাল্লা সমিতির সভাপতি সাত্তার মাঝি, রাঙ্গা সমিতির সভাপতি আনোয়ার হোসেন।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি আল মামুন ও সিনিয়র সহ-সভাপতি জুয়েলের নেতৃত্বে পৌর কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, রাঙ্গা সমিতি সহ বিভিন্ন ইউনিট মিছিল নিয়ে যোগ দিয়ে দীপেন দেওয়ানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

