নিজস্ব প্রতিনিধিঃ
দীপংকর তালুকদারের বিকল্প আমি কাউকে দেখিনা। দীপংকর তালুকদার যে নাম, আমরা তাকে আমাদের নেতা মানি। দীপংকর তালুকদারের নমিনেশন নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করে না। আমরা আমাদের নমিনেশন পাবো কিনা তা নিয়ে সন্দেহ আছে। জননেত্রী শেখ হাসিনা ও তাকে কারো বিকল্প ভাবে এমন টা বলতে শুনিনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ (এমপি)।
রাববার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার (এমপি)র সভাপতিত্বে অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসক কথা বলেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আয়েশা ওয়াশিকা (এমপি), ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জননেতা দীপংকর তালুকদার কে আমরা আবারও এমপি হিসেবে দেখতে চাই। আমরা দীপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ।