মেহেদী ইমামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রণ সামগ্রী বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি৷
রোববার (১০ আগষ্ট) দুপুরে নানিয়ারচর পুরাতন বাজার, বামফিলিং ও বুড়িঘাট বাজার একালায় অসহায় ৬০টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সহ-সভাপতি রণ বিকাশ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়া, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তুতি মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বুড়িঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ শফি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মালেক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রিয়াজ, সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সচিব হেলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিলা দলের সভাপতি বিলকিস বেগম ও দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব ত্রাণ সামগ্রী মধ্যে চাল, ডাল, সয়াবিন তৈল, আলু সহ বিভিন্ন নিত্য পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজ আমরা নানিয়ারচরে অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। বিএনপি জনগণের পাশে থেকে কাজ করে যাবে। তারেক রহমানের নির্দেশে এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা।