নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে বিভিন্ন ব্রান্ডের ৫২বোতল বিদেশী মদ উদ্ধারসহ ২মাদক কার্বারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ই মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মানিকছড়ি পুলিশ চেকপোস্টের সামনে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।
পলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময়ে মানিকছড়ি চেকপোস্ট দিয়ে রাঙামাটিতে বিদেশী মদের চালান আসছে মর্মে খবর পায় ডিবি।
এই সংবাদ পাওয়ার সাথে সাথেই রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর তত্ত্বাবধানে ও রাঙামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অফিসার ইনচার্জ মানস বড়ুয়া বিশেষ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃতরা হলো সাধনমনি চাকমা (৪২) ও কাজল পাল (৪০)। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।