নিজস্ব প্রতিনিধিঃ
ডামি নির্বাচন বর্জন ও চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রদল।
বুধবার বিকালে শহরের কলেজ গেইট থেকে কে কে রায় সড়ক পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, বায়েজিদ আহমেদ রনি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন, জেলা ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিলন, জেলা ছাত্রদলের সদস্য মুহাম্মদ মামুন, সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আহাদ, সরকারি কলেজ শাখা বিএসএস কমিটির সিনিয়ির সহ-সভাপতি সাধন বিকাশ চাকমা, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।