তুফান চাকমাঃ
রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমার ওপর হামলাকারী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সামনে রাঙামাটি সচেতন নাগরিক সমাজের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবি শ্রেণির দু’শতাধীক মানুষ ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বসু মিত্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক ডা. সাইনী তালুকদার, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারা আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক হিমেল চাকমা ও সংগীত শিল্পী রনঞ্জিত দেওয়ান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ডাক্তার মানুষের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। সেই গুণী মানুষের উপর ন্যাক্কারজনক হামলা আজকে রাঙামাটি সমাজ অত্যন্ত উদ্ধিগ্ন। এমন ন্যাক্কারজনক ও নিন্দনীয়
হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা সামাজিক উদ্যোগে সমাধানের চেষ্টা করা হলেও সমাধান করা সম্ভব হয়নি যার কারণে আদালত পর্যন্ত দৌড় গড়ায়।
বক্তারা আরও বলেন, মহামান্য আদালত ৩জন আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এতোদিন অতিবাহিত হওয়ার পরও আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। আসামীরা যদি গ্রেফতার না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আসামীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির জোর দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর রাত ১০টায় রায়বাহাদুর সড়কে ডা. রমেল চাকমা সাইকেলিং করতে বের হন। এসময় একটি বেপরোয়া গাড়ি এসে রোমেলের সাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে আসামীরা রোমেল চাকমার উপর হামলা করে। এতে রোমেল চাকমা আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে আইনের আশ্রয় নেন তিনি।