নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে দেশীয় ব্লাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল এহসান খান, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক টিপু সুলতান, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) শেখ মো. এরশাদ বিন শহীদ, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা ও সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জোতিল কান্তি চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসময় অতিথিরা ১৫জন জেলের হাতে ৪টি করে ছাগল তুলে দেন। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকল্পের অর্থায়নে এই ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণকালে প্রতিটি ছাগল কে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ভ্যাক্সিন প্রদান করা হয়।
বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা জেলেদের উদ্যেশ্যে বলেন, আপনারা ভালো ভাবে ছাগলের যতœ নিবেন। প্রয়োজনে মৎস্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন। আপনারা এই ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হলেই আমাদের সফলতা।
একইদিন উপজেলার বেতছড়ি ১৯মাইল এলাকায় ২০জন মৎস্য চাষিদের মাঝে কার্প জাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে মৎস্য অধিদপ্তর।
পার্বত্যাঞ্চলে মাছের চাহিদা পূরণ, কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও এর সঠিক ব্যবস্থাপনা বিষয়ে চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব খাতে চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করে উপজেলা মৎস্য বিভাগ।