মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটির নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একই ছাতার নীচে সমন্বিত আকারে Umbrella প্রকল্প বিষয়ে উন্নয়ন কর্মসূচী পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার সহ বিভিন্ন মৌজার হ্যাডম্যান, কার্বারি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ পরবর্তী স্মার্ট বাংলাদেশের রুপরেখা প্রণয়ন করেছেন তিনি। পাহাড়ে ব্যপক উন্নয়ন হচ্ছে। পর্যায়ক্রমে স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়সহ সবই হবে। এজন্য আমাদের কে সচেতন থাকতে হবে। আমাদের জীবনযাপন এবং কিছু অভ্যাসের পরিবর্তনও আনতে হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ইলিপন চাকমা শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব সহ বিভিন্ন বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কি কি প্রকল্প হাতে নিতে পারে উপস্থিত জনপ্রতিনিধি ও হেডম্যান-কার্বারীদের জানতে চান। এসময় জেলা পরিষদ কর্তৃক ব্যপক উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়ার কথা উল্লেখ করা হয়। এছাড়াও শিক্ষা খাতে উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সুদমূক্ত ঋণ বিতরণের বিষয়ে জেলা পরিষদের উদ্যোগের কথাও জানান তিনি।
বক্তব্যে বক্তারা নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ও কলেজ স্থাপন এবং বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় মানসম্মত স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের দাবি জানান। পাশাপাশি নানিয়ারচরে একটি মহিলা কলেজ স্থাপনেরও দাবি জানানো হয়।
বক্তব্যে মাঠ পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গুনগত মান বজায় রেখে পাঠদানের বিষয়ে খোঁজ খবর নিতে অভিভাবক এবং জনপ্রতিনিধিসহ সকলের প্রতি অনুরোধ জানান বক্তারা।