মেহেদী হাসানঃ
কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে রাঙামাটিতে অনুষ্ঠিত হলো “জুলাই শহীদ স্মৃতি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা”
রোববার সকালে মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় একাডেমিতে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান হাবিবুল্লাহ খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
কিশোরকণ্ঠ পাঠক ফোরামের রাঙামাটি শাখার চেয়ারম্যান রবিউল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় “জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের বাস্তব প্রতিফলন ঘটেছে”।
পক্ষ দল হিসেবে অংশ নেয় মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিপক্ষ দলে অংশ নেয় আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা।
তীব্র যুক্তি-তর্কের মাধ্যমে শেষ পর্যন্ত বিজয়ী হয় আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার দল।রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ ছাউবান এই বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন।
একসময় বক্তারা বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তাধারা ও যুক্তিনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।