সিয়াম হোসেনঃ
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে জুলাই বিপ্লবে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী রাঙামাটি পার্বত্য জেলার তরুণদের সংবর্ধনা ও চেক প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
রোববার সকালে জেলা পরিষদের এনেক্স ভবনে জেলা ও উপজেলা থেকে ৩ ক্যাটাগরিতে মোট ৮ জন আহতের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সঞ্চালনায় জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, লুৎফুন্নেসা বেগম, প্রনতি রঞ্জন খীসা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, দয়াল দাশ ও ক্যওসিংমংসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মো. আমান উল্লাহ ও মো. ইমরানকে জনপ্রতি ১ লাখ টাকা, মো. উসমান হারুন, মো. আবদুল হক ও রাকিব হাসানকে জনপ্রতি ৪০ হাজার টাকা এবং মো. কামরুল হাসান কাদের, নবাব শরীফ সজীব ও আবদুল আহাদকে জনপ্রতি ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।