নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নানিয়ারচরে জুলাই পুনর্জাগরনের সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে শপথ গ্রহন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় উপস্থিত সকলে দাঁড়িয়ে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ এর সাথে ভার্চুয়ালি শপথ পাঠে অংশগ্রহণ করেন।
এসময় ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, উপজেলা কৃষি অফিসার তপু আহমেদ, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী ও নানিয়ারচর উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।