নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এসময় বক্তারা বলেন, ৫ই আগষ্ট বাঙালীর ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এদিনে ১দফা দাবি আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন এই স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশে থাকবেনা কোন বৈষম্য, থাকবেনা কোন অন্যায়। আগামীর বাংলাদেশ হোক বৈষম্যহীন বাংলাদেশ।
নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামালের সঞ্চালনায় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আতাউর রহমান চৌধুরী, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম ও নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসেন সিরাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।